Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে আসা ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৮ ডিসেম্বার ২০১৭, ২২:০৪



বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসন, জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে আসা ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আবু কালাম মো: ফরিদ উল ইসলাম মামলাটি রংপুর কোতয়ালী থানায় দায়ের করেন।

মামলা নম্বর-৩৮, জালিয়াতির মামলায় অভিযুক্ত শিক্ষার্থীরা হলো ১. ‘বি’ ইউনিটের সাদ আহমেদ (১৯), ১ম শিফট, রোল: ২১৩৬০৬, পিতা: মো: সাখাওয়াত হোসেন, মাতা: মোছা: জেসমিন আক্তার, সাং: তিলকপাড়া, নওগাঁ।

২. মো: রিফাত সরকার যত্ন (২০), ২য় শিফট, রোল: ২১৪৮৭০, পিতা: মো: রিয়াজুল সরকার, মাতা: মোছা: নাজমা খাতুন, সাং: সোনাপাতিল, বাগাতিপাড়া, নাটোর।

৩. শামস্ বিন শাহরিয়ার (২০), ৪র্থ শিফট, রোল: ২৭১০৬৮, পিতা: এমএ মতিন, মাতা: শামসাদ নার্গিস, সাং: খোদ্দ সাপটানা, লালমনিরহাট সদর।

৪. ‘সি’ ইউনিটের মো: আহসান হাবিব (১৭), ২য় শিফট, রোল: ৩১২৪২৬, পিতা: মো: মাহফুজার রহমান, মাতা: পাপিয়া বেগম, সাং: সবুজবাগ, বগুড়া সদর, বগুড়া।

৫. মো: শাহরিয়ার আল সানি (১৯), ২য় শিফট, রোল: ৩১২১২৯, পিতা: মৃত দৌলতুর রহমান, মাতা: কোহিনুর বেগম, সাং: ছড়ান, মিঠাপুকুর, রংপুর।

৬. ‘এফ’ ইউনিটের মো: রোকসান-উজ-জামান (১৯), ৪র্থ শিফট, রোল: ৬৭০০৯৬, পিতা: রফিকুজ্জামান, মাতা: রেজিনা বেগম, সাং: জালাসি, পঞ্চগড় সদর।

এসকল অভিযুক্তদের কাগজ-পত্রাদি যাচাই-বাছাই করে প্রশাসন গতকালই তাঁদের জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় এবং মামলা দায়ের করেন।

উল্লেখ্য ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির জন্য লিখিত পরীক্ষা গত ২৬/১১/২০১৭ তারিখ হতে ৩০/১১/২০১৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়।


ঢাকা, ১৮ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ