Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবির মূল ফটকে তালা, শিক্ষক কারাগারে, বিক্ষোভ

প্রকাশিত: ১৮ ডিসেম্বার ২০১৭, ২১:৪৮

 

চবি লাইভ: কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে দিয়াজ হত্যা মামলার আসামীর অনুসারীরা। সোমবার দুুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। মামলার ২ নং আসামী সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নগরীর মেয়র আজম নাছিরের অনুসারীর একটি পক্ষ তালা দেয় মূল ফটকে। আদালত চত্বরেও আসামীরা মিছিল করতে দেখা যায়। পরে তারা ক্যাম্পাসে গিয়ে ১ নং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

এদিকে শিক্ষক বাস ও চবি শাটল চলাচল বন্ধ রয়েছে। ক্যাম্পাসে থাকা দুপুর দেড়টার শাটল ট্রেনের হোস পাইপ কেটে দেয় বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, ছাত্রলীগের একটি পক্ষ মূল ফটকে তালা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ঢাকা, ১৮ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ