Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ক্ষতিগ্রস্ত ছাত্রকে ল্যাপটপ দিলেন যবিপ্রবি ভিসি

প্রকাশিত: ১৮ ডিসেম্বার ২০১৭, ০২:০১

 

যবিপ্রবি লাইভ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গত ৫ অক্টোবর মধ্যরাতে অপ্রত্যাশিত ঘটনায় ক্ষতিগ্রস্ত ছাত্র আজাদুল ইসলামকে ল্যাপটপ উপহার দিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেমর ড. মো: আনোয়ার হোসেন।

আজ রোববার বিকেলে ভিসির বাংলোয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র আজাদুল ইসলামকে ল্যাপটপ প্রদান করেন ভিসি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন।

আজাদুল ইসলাম যবিপ্রবির শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর মা এবং বাবা কেউ বেঁচে নেই। বোনের আর্থিক সাহায্যে লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছে আজাদ।

গত ৫ অক্টোবর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের হামলায় আজাদুলের ল্যাপটপ খোয়া যায়। আজাদের আর্থিক দৈন্যদশার কথা শুনে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন নিজ খরচে একটি ল্যাপটপ ক্রয় করে আজাদুলকে প্রদান করলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ করে ভিসি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন বলেন, ৫ অক্টোবরের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করা হচ্ছে। ইতিমধ্যে ছাত্রদের হলে লাইব্রেরিতে সাইবার ক্যাফে করে দেওয়া হয়েছে।

আহত ছাত্রদের চিকিৎসার ব্যয়ভারও বিশ্ববিদ্যালয় বহন করেছে। আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পর্যায়ক্রমে তাদেরকেও সাহায্য সহযোগিতা করা হবে। আজাদুলকে উদ্দেশ করে প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন বলেন, ‘তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে।’

 

ঢাকা, ১৭ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ