Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এমসি'তে নাটক 'একটি দীর্ঘশ্বাসের ডালপালা' মঞ্চায়ন

প্রকাশিত: ১৩ ডিসেম্বার ২০১৭, ০৩:৪২

 

এমসি লাইভ: সামাজিক ব্যবস্থার তীক্ষ্ম হুলে বিধ্বস্ত হওয়া বিকলাঙ্গ মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতার হাত বাড়ালে তারাও যে নতুন সৃষ্টিতে শরীক হতে পারে এমনই বার্তা দিয়ে মুরারিচাঁদ কলেজে প্রদর্শিত হলো মঞ্চনাটক 'একটি দীর্ঘশ্বাসের ডালপালা'।

নাসরীন জাহানের গল্প অবলম্বনে সুফি সুফিয়ানের রচনা ও কামরুল হক জুয়েলের নির্দেশনায় থিয়েটার সিলেটে'র নাটক 'একটি দীর্ঘশ্বাসের ডালপালা'র দ্বিতীয়বারের মতো মঞ্চায়ন হলো ঐতিহ্যবাহী এমসি কলেজের থিয়েটার মুরারিচাঁদ মহড়া কক্ষে।

মঙ্গলবার সন্ধ্যা নামতেই এমসি কলেজের শিক্ষকদের পাশাপাশি মহড়া কক্ষভর্তি হয়ে পড়ে নাট্যপ্রেমীদের ভীড়ে। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া মঞ্চনাটক উৎসবের নাটকটি দেখতে উপস্থিত ছিলেন থিয়েটারের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও কলেজ প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দ্র, থিয়েটারের কার্যনির্বাহী পরিষদের সম্পাদক প্রফেসর শামীমা অাখতার চৌধুরী প্রমুখ।

নাটকটির বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলেন কামরুল হক জুয়েল, মিনহাজুল আবেদীন সৌরভ, সুতপা বিশ্বাস পল্লবী, হাবিবুর রহমান রাব্বি, বাহাউদ্দিন নাসিম, সুপান্ত রায় শুভ, আব্দুল্লাহ আশরাফ সাদ ও সাফায়েত ফুয়াদ।

গত ৫ ডিসেম্বর কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মেলক কণ্ঠে গাওয়া জাতীয় সংগীতে'র মাধ্যমে উদ্বোধন হয় জয় বাংলা ইয়ূথ এ্যাওয়ার্ড জয়ী সংগঠন 'থিয়েটার মুরারিচাঁদে'র পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসব। ১৬ই ডিসেম্বর পর্যন্ত চলা এ সাংস্কৃতিক উৎসবে 'থিয়েটার সিলেটে'র পাশাপাশি স্থানীয় বিভিন্ন নাট্য সংগঠন অংশগ্রহন করবে।

উল্ল্যেখ্য, আগামীকাল বুধবার সন্ধ্যায় থিয়েটার মহড়া কক্ষে পুন:মঞ্চায়ন হবে থিয়েটার মুরারিচাঁদের দশম প্রযোজনা রূপ ও অরূপের আখ্যান 'রঙমহাল'। নাটকটি উপভোগ করার জন্য সংস্কৃতিপ্রেমীদের আমন্ত্রন জানিয়েছেন সংগঠনটির সাধারন পরিষদ আহ্বায়ক গোলাম মাহদি ও সদস্য সচিব ফাহমিদা এলাহী বৃষ্টি।


ঢাকা, ১২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ