Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি’র কলেজ সমূহের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১২ ডিসেম্বার ২০১৭, ২২:৩৪


ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধিভুক্ত সরকারি সাত কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের ক্লাস ১৪ জানুয়ারি থেকে শুরু হবে। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ সময় সাত কলেজ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হকসহ অধিভুক্ত কলেজের প্রিন্সিপালরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফল অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে মোট ১৯ হাজার ৬০৩ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭০৫ জন। বিজ্ঞান ইউনিটের অধীনে ২০ হাজার ৩৩১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৭৫২ জন। বাণিজ্য ইউনিটের অধীনে মোট ১৮ হাজার ৩১৫জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী।


ঢাকা, ১২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ