Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেরোবি'তে ‘গবেষণা পদ্ধতি: পরিপ্রেক্ষিত পুলিশ’ সেমিনার

প্রকাশিত: ১২ ডিসেম্বার ২০১৭, ২১:৩৭


বেরোবি লাইভ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘গবেষণা পদ্ধতি: পরিপ্রেক্ষিত পুলিশ’ শীর্ষক ইনস্টিটিউটের ২৩তম সেমিনার মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিক ভাবে সেমিনারটির উদ্বোধন করেন।

ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. প্রসন্নজিৎ সরকার এর সঞ্চালনায় সেমিনাটিতে প্রধান আলোচক ছিলেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এম মাহবুব আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু বকর সিদ্দীক।

সেমিনারটির উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি বলেন ‘এধরনের প্রতিটি সেমিনারই সমান গুরুত্ব রয়েছে। সেমিনার গুলো ইন্সটিটিউটের গবেষকদের নানাদিক থেকে সহায়ক ভূমিকা পালন করবে এবং একই সাথে গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীদের সক্ষমতা বাড়িয়ে দেবে’।

প্রধান আলোচক গবেষণা পদ্ধতির সাথে আইন-শৃঙ্খলার বিষয়সহ গবেষণা পদ্ধতির ভিন্ন ভিন্ন দিকগুলো আলোচনার মাধ্যমে তাঁর বক্তব্যে তুলে ধরেন।

২৩তম সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর রিসার্চ ফেলোসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ইন্সটিটিউট এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


ঢাকা, ১২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ