Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আন্তবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৭, ০৪:৪১

জাবি লাইভ: ব্রাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় (পাবলিক-প্রাইভেট) দাবা প্রতিযোগিতায় ১৫টি বিশ্ববিদ্যালয়ের ২০টিমের মধ্যে দলগত ৯ ম্যাচ পয়েন্ট ও ১৭.৫ গেম পয়েন্ট পেয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাবিদল যথাক্রমে প্রাইম এশিয়াকে ৪-০ গেমে, জগন্নাথের সাথে ১-৩ গেমে হেরে, বুয়েটের সাথে ২-২ গেমে ড্র করে, ইউনাইটেডকে ৩-১ গেমে, ড্যাফডিলকে ৪-০ গেমে এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩.৫--.৫ গেমে হারিয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

দলের সদস্য অনিক (৪১, অর্থনীতি), তাওহীদ (৪১, নগর ও অঞ্চল), সরসী (৪১, বাংলা), সীমান্ত ( IIT, ৪৫) ও শাহরিয়ার (EMBA) এবং কোচ এস এম সাদাত হোসেন (২৯, দর্শন এবং সহকারী পরিচালক, শাশিবি, জাবি)।

৩দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন জনাব সায়েদা সারোয়ার আবেদ (ডাইরেক্টর, ব্রাক বিশ্ববিদ্যালয়), বার্জার পেইন্টসের জেনারেল ম্যানেজার জনাব এ কে এম সাদেক নেওয়াজ, বিশেষ অতিথি দেশের প্রথম গ্রান্ডমাষ্টার জনাব নিয়াজ মোর্শেদ ও ব্রাক বিশ্ববিদ্যালয় চেজ ক্লাবের উপদেষ্টা জনাব সামসুদ্দোহা।

 

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ