Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০১৭, ২২:৫০


রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানসহ অন্যান্য ৭-১০ বছর বয়সী শিশুদের জন্য বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার।


শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও বয়সভিত্তিক সাঁতার শিক্ষা কোর্স-২০১৭ এর সমন্বয়কারী মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে ও শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক রুনা লায়লাা সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী প্রক্টর মো. শিবলী ইসলাম, বিভিন্ন অফিস প্রধান ও কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সপ্তাহব্যাপী বয়সভিত্তিক সাঁতার শিক্ষা কোর্সে প্রায় ৯০ জন শিশু অংশ নিচ্ছে।

 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ