Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সংকটে ফারমার্স ব্যাংক, ৩ মাস সময় দিল বিবি

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৭, ০৩:১৩

 

লাইভ প্রতিবেদক: তারুল্য সংকটে ফারমার্স ব্যাংক। গ্রাহকদের ভোগান্তির অন্ত নেই। চেক নিয়ে গেলে কর্মকর্তারা কেবল বলে আজ নয়। কাল আসেন। ওই শাখাতে যান। সেখানে ক্যাশ হবে। এমন আরও নানান কথা। একারণে আতংক বিরাজ করছে গ্রাহকদের মাঝে।

চলমান সংকট কাটাতে ৩ মাস সময় পেল ফারমার্স ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে করিরের সঙ্গে ব্যাংকটির নতুন পর্ষদের এক বৈঠকে এই সময় দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন ফারমার্স ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আতাহার উদ্দিন।

সাম্প্রতিক সময়ে ঋণে ব্যাপক অনিয়মের কারণে ফারমার্স ব্যাংক বড় ধরনের তারল্য সংকটে পড়ে। এরপর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির সংকট নিরসনে উদ্যোগ নেয়।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ঋণ বিতরণসহ সার্বিক কার্যক্রম পরিচালনা, নগদ টাকার সংকট মেটানোর উপায় নির্ধারণ, অনিয়ম রোধসহ সার্বিক বিষয়ে তাদের দিকনির্দেশনা দেয়া হয়।

মহীউদ্দীন খান আলমগীর ফারমার্স ব্যাংক ছেড়ে যাওয়ার একদিনের মাথায় নতুন পর্ষদকে ডাকে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটিকে টিকিয়ে রাখতে দিকনির্দেশনা দেয়ার লক্ষ্যে সোমবার পরিচালনা পর্ষদের সব সদস্যের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে সোমবার ফারমার্স ব্যাংক ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।

একই দিন ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতীও পদত্যাগ করেন। আরেক পরিচালক ড. মোহাম্মদ আতাহার উদ্দিন শুধু ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এরপর বৈঠকে ব্যাংকের পরিচালক মোহাম্মদ মাসুদকে চেয়ারম্যান ও মারুফ আলমকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সোমবারের বৈঠক থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়। নতুন করে নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন ব্যাংকের পরিচালক সাঈদ আহমেদ।

তানভীর মারজান হুদাকে অডিট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হয়েছেন শরিফ চৌধুরী।

এর আগে রোববার ব্যাংকের এমডি একেএম শামীমকে কেন অপসারণ করা হবে না জানতে চেয়ে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে ঋণ বিতরণ এবং তারল্য সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়ায় এ নোটিশ দেয়া হয়।

 

ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ