Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সমবায় আন্দোলনের মাধ্যমে সমৃদ্ধশালী করা’

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৭, ২০:৪১

লাইভ প্রতিবেদক: আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ আবু কাওছার বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সমবায় আন্দোলনের মাধ্যমে সমৃদ্ধশালী করা। দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া। আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিঃ এর বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজধানীর একটি রেষ্টুরেন্টে শুক্রবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জনাব কাওসার উক্ত সম্মেলনে আরও বলেন, সমবায় সমিতির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বর্তমান বিশ্ব অর্থনীতির আলোকে যুগপযোগী আইন প্রয়োগ প্রয়োজন।

আজিজ কো-অপারেটিভের মত আরো বহু সমিতি বর্তমানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে সমবায়ের সুফল ও সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সমর্থ হয়েছে। তিনি বলেন, এই পরিবারের সদস্যদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সেবার মানসিকতা নিয়ে সারা দেশব্যাপী একটি নেটওয়ার্ক তেরীর আহবান জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে দেশকে সমৃদ্ধ করে যাচ্ছেন এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তর এবং ২০৪১ সালে মধ্যে উন্নত রাষ্ট্র পরিণত হবে।


ব্যবস্থাপক সম্মেলনে সভাপতিত্ব করেন আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটির লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মাদ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান এম. তাজুল ইসলাম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, সোসাইটির সেক্রেটারী আলহাজ্ব হারুন অর-রশিদ মজুমদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম গিয়াসুদ্দিন উপদেষ্টা ফজলার রহমান ও অন্যান্য পরিচালকবৃন্দ।


এম. তাজুল ইসলাম বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যামান সমবায় আইন যথেষ্ট নয়। বিজ্ঞ ও দক্ষ সমবায়ীগণ হতে গণশুনানী গ্রহণ করে তাদের মতামতের ভিত্তিতে যুগোপযোগী আইন প্রণয়ন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

শুক্র ও শনিবার (১৪ও ১৫ জুলাই) ২দিন ব্যাপী বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনের সমাপনী ভাষণে তিনি এসব অনুরোধ জানান। তিনি বলেন সমবায় সমিতি একটি আর্থিক প্রতিষ্ঠান। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো লেনদেন করার স্বাধীনতা রেখে আইন প্রণয়ন ও বিদ্যমান আইনে সংযোজন করা দরকার।

সোসাইটির চেয়ারম্যান বলেন, বিদ্যমান আইনের দূর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর প্রতারক চক্র সাধারণ ও দারিদ্র মানুষের অর্থ লুটপাট করার উদ্দেশ্যে বিভিন্ন সমবায় সমিতি গঠন করে সাধারণ জনগণকে প্রতারিত করে। উচ্চ হারে মুনাফা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহ করে থাকে। পরবর্তীতে কোন এক সময়ে সংগৃহীত অর্থ লুটপাট করে কেটে পড়ে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠিন আইনী ব্যবস্থা নেয়া দরকার।

সোসাইটির চেয়ারম্যান এম. তাজুল ইসলাম ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলেন সততা ও সেবার মানসিকতা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আজিজ কো-অপারেটিভ সব সময়ই জনসেবার মানসিকতা নিয়ে কাজ করছে।

সম্মেলনে সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নূরুল হক বলেন, ব্যবস্থাপকদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানবসেবা ও স্বচ্ছতা, জবাবদিহিতার মানসিকতা নিয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

ব্যবস্থাপকের সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ২০১৭-১৮ অর্থবছরে বার্ষিক টার্গেট নির্ধারণ, নতুন বিনিয়োগের মাধ্যমে শাখাগুলোকে লাভজনক অবস্থানে নেয়ার উপর বিস্তারিত আলোচনা হয়।

 

ঢাকা, ১৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ