Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শুরু হল নির্মাণ ও গৃহসজ্জাশিল্প সংশ্লিষ্ট পণ্যের প্রদর্শণী

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৭, ০০:৫২

লাইভ প্রতিবেদক: নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং এবং ইন্টেরিয়র-এক্সটেরিয়র সংশ্লিষ্ট শিল্পের সর্বাধুনিক উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য প্রদর্শণের জন্য বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী চারটি আন্তর্জাতিক প্রদর্শনী।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত প্রদর্শণী চারটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রর্দশণীগুলোতে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, তুর্কি, সিংগাপুর, শ্রীলংকা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি এবং জার্মানির প্রায় ২০০ টি প্রতিষ্ঠান অংশগ্রহন সত্যিই আমাকে অভিভূত করেছে। এসব প্রতিষ্ঠান এলইডি এবং লাইটিং প্রোডাক্টস সংশ্লিষ্ট লাইট, প্যানেল, সোলার ও এক্সেসোরিজ এবং ভবন নির্মান সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি, প্রযুক্তি সেই সাথে গৃহসজ্জার সর্বাধুনিক পন্য তুলে ধরছে। এই ধরনের বাণিজ্যিক প্রদর্শণী সাম্প্রতিক সময়ের বিভিন্ন ধরনের পন্য এবং প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কে জানতে ক্রেতাদের সহযোগীতা করবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে আমাদের বাজারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বরাবরই স্বাগত জানাই। যৌথ উদ্যোগ হিসেবে আমাদের সরকার বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করে এবং বাংলাদেশে ব্যবসা করার জন্য বিভিন্ন আকর্ষনীয় সুযোগ সুবিধা দিয়ে থাকে। আমি আশা করবো এই প্রদর্শণীগুলো বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে চমৎকার এবং ফলপ্রসু অংশীদারীত্বের ভিত্তিতে এক জায়গায় একত্রিত করতে সহযোগীতা করবে।”

ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড এবং এফ টাচ ইভেন্টস লিমিটেডের সাথে যৌথভাবে প্রর্দশণী চারটির আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের এমডি তরফদার মোহাম্মদ রাউহুল আমিন; জেট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ইমপোর্ট এন্ড এডমিন এর এজিএম তাজুল ইসলাম; পিএইচডি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জয়েন্ট সেক্রেটারী রাকেশ সাংগ্রাই; বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টাস এসোসিয়েশন এর চেয়ারম্যান আখতারুজ্জামান; বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনারস এসোসিয়েশন এর চেয়ারম্যান সেলিম এইচ রহমান; এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর ডিরেক্টর সিইও মোহাম্মদ আবু সাদেক পিইএনজি; বুয়েট’র ডিপার্টমেন্ট অব আর্কিটেক্টচার এর আর্কিটেক্ট (এইচওডি) ড: খন্দকার সাব্বির আহমেদ; হাই কমিশন অব ইন্ডিয়া, ঢাকা এর ডেপুটি হাই কমিশনার ড: আদর্শ স্বায়িকা এবং আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড’র পরিচালক নন্দ গোপাল কে।

প্রদর্শণীগুলোতে একই ছাদের নীচে দেশের বিল্ডিং ও নির্মাণ শিল্প; কাঠ ও আসবাবপত্র নির্মাণ শিল্প, গৃহসজ্জা উপকরণ এবং লাইটিং প্রযুক্তি সংশ্লিষ্ট শিল্পের দোরগোড়ায় বিশ্বের সর্বাধুনিক উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে। যার ফলে সংশ্লিষ্ট সকল অংশীদারদের পারষ্পারিক যোগাযোগ ঘটবে এবং তৈরি হবে নতুন ব্যবসার ক্ষেত্র।

 

ঢাকা, ১৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ