Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৬টি প্রকল্পে জাপানের ঋণ চুক্তি

প্রকাশিত: ২১ জুন ২০১৮, ২২:০৬

বিজনেস লাইভ: বাংলাদেশ সরকার ও জাপান সরকারের মধ্যে ৩৯তম ওডিও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৬টি প্রকল্পের জন্য ১৫ হাজার ৩শ' ২৬ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই ৬টি প্রকল্পের ঋণ চুক্তির সময়, বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এবং জাপান সরকারের পক্ষে সে দেশের রাষ্ট্রদূত হিরোইয়াসি আইজুমি উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা মহানগরীতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের জন্য সর্বোচ্চ ৬ হাজার ৬৩ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়। নির্মাণ কাজের জন্য এক শতাংশ হারে ৩০ বছরে পরিশোধের শর্ত রয়েছে এই ঋণ গ্রহণে।


ঢাকা, ২১ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ