Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ২৩ জন শিক্ষার্থী

প্রকাশিত: ৩ ডিসেম্বার ২০১৭, ০১:১৪

 

পবিপ্রবি লাইভ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৩ জন পরীক্ষার্থী।

পবিপ্রবি'র ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার মোট ৭২০টি আসনের বিপরীতে ১৬ হাজার ২৮৬ জন আবেদন করেছেন।

এদের মধ্যে 'এ' ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে গড়ে ১৬ জন করে মোট ৮ হাজার ৯৪৭ জন, 'বি' ইউনিটে ৯০ আসনের বিপরীতে গড়ে ২৪ জন করে মোট ২ হাজার ২০০ জন এবং 'সি' ইউনিটে ৭০টি আসনের বিপরীতে গড়ে ৭৩ জন করে মোট ৫ হাজার ১৩৯ জন আবেদন করেছেন।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, এ ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায়, বি ইউনিটের পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১১ টায় এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা, ০২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ