Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চলতি শিক্ষাবর্ষ থেকে ববিতে যুক্ত হলো নতুন ২ বিভাগ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বার ২০১৭, ০৩:১৪

 

লাইভ প্রতিবেদক: চলতি শিক্ষাবর্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যুক্ত হলো নতুন ২ বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২০টি বিভাগের পাশাপাশি চলতি ২০১৭-১৮ শিক্ষবর্ষ থেকে  ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা ’ এবং ‘বায়োকেমেস্ট্রি ও বায়োটেকনোলজি’ নামে নতুন দু’টি বিভাগ সংযোজিত হয়েছে। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে দু’টি বিভাগ চালুর পাশাপাশি এই দুই বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। 

এর আগে গত ১৪ সেপ্টেস্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন। 

পরে ভিসি প্রফেসর ড. এস এম ইমামুল হকের সঙ্গে ড. এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ স্থাপন, একটি  ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু, অত্যাধুনিক ল্যাব নির্মাণসহ ইউজিসির চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়। 

এরই পরিপ্রেক্ষিতে চলতি শিক্ষাবর্ষ থেকে দু’টি বিভাগ চালুর পাশাপাশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়া হয়।

 

ঢাকা, ২০ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ