Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ত্রাণ নিয়ে দুর্গম চরে পবিপ্রবির শিক্ষার্থীরা

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০১৭, ১৮:৩৩

 

পবিপ্রবি লাইভ: মানবতার টানে দেশের বন্যার্ত মানুষদের পাশে দাড়িয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(প্রবিপ্রবি) শিক্ষার্থীরা। 

শনিবার রাত্রে  কুড়িগ্রামের চর সিজাইধরে বন্যাকবলিত প্রায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে কাপড়,  নগদ অর্থ,  প্রয়োজনীয় মেডিসিন (স্যালাইন, টেট্রাসাইক্লিন, মেট্রোনিডাজল, প্যারাসিটামল ইত্যাদি) প্রদান করেন বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৬ ষ্ঠ সেমিস্টারের ছাত্র মোহাম্মদ সামছুল আরেফিন বলেন, বন্যাকবলিত এলাকার মানুষদের অসহায়ত্ব দেখে ক্যাম্পাসের হলে চুপ করে বসে থাকতে পারি নাই। 

আর তাই " আমরা আমার ব্যাচের বন্ধুদের সাথে নিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খুলি, তারপর ক্যাম্পাস এর শিক্ষক,  বড় ভাই, ছোট ভাই,  সহপাঠী, কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা করি, ফেসবুকে প্রচারনায় কিছু কিছু সাবেক শিক্ষার্থীরাও বিকাশে সহায়তা করেন।

আমরা আমাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী স্কুল,  কলেজ, বরিশালের বিভিন্ন কলেজে গিয়ে আমরা সাহায্য তুলেছি। সাধারন মানুষ আমাদের অনেক সহযোগিতা করেছেন। সবশেষে আমরা আল্লাহর রহমতে অসহায় মানুষদের মাঝে বিভিন্ন সামগ্রী তুলে দিই।

 

ঢাকা, ২৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ