Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নওগাঁর বন্যার্তদের পাশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০১৭, ২০:২২

 
লাইভ প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ এবং কালিকাপুর ইউনিয়নে বন্যার্ত প্রায় ৩০০ মানুষের মাঝে শুকনো খাবার এবং ৫০০ মানুষের মাঝে কাপড় বিতরন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন- সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধু সভা, বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ৭১’র চেতনা, বাঁধন, বরিশাল বিশ্বববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, বিএনসিসি সেনা ও নৌ শাখা, রোভার স্কাউট, নর্থ বেঙ্গল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, উচ্ছ্বাস, ধ্রুবতারা সামাজিক ও সাংস্কিৃতিক সংগঠন এবং সোস্যাল কেয়ার এন্ড ক্যারিয়ার ফাউন্ডেশন এবং সাধারন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগীতায় এই ঊদ্দ্যোগটি বাস্তবায়িত হয়েছে। 
 
 
জানা যায়, বরিশাল বিশ্বববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক সপ্তাহ ধরে বরিশালে বন্যার্তদের জন্য ফান্ড কালেক্ট  করে। পরবর্তীতে বন্যার্তদের সাহায্যকল্পের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয়কে অবহিত করতে গেলে, তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় কল্যান তহবিল থেকে ৩৩ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
 
এরপর গত ২৩ আগষ্ট রাতে,বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রান সহায়তা নিয়ে বরিশাল থেকে নওগাঁর ঊদ্দ্যেশ্যে রওনা হন এবং পরের দিন নওগাঁ পৌছেঁ ত্রান সামগ্রী বিতরন করেন।
 
এ সময় স্থানীয় এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী জনাব মুহা: ইমাজ উদ্দিন প্রামাণিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঊদ্দ্যোগকে সাধুবাদ জানান এবং দেশের সকল মানুষকে বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়াতে আহবান জানান।
 
 
ঢাকা, ২৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ