Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুমো দেয়ার শর্তে ছাত্রীকে ভর্তির সুযোগ!

প্রকাশিত: ৬ জুলাই ২০১৭, ১৭:০৩

বরিশাল লাইভ : ভর্তি হতে হলে চুমো দিতে হবে এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে। জিপিএ কম এ কোন সমস্যা নয় একবার চুমু দিলেই কলেজে ভর্তি হওয়া যাবে এমন শর্ত দিয়ে ধরা খেয়েছেন অফিস সহকারী। এনিয়ে বরিশালের গৌরনদীতে তোলপাড় চলছে। এঘটনায় জড়িত বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের অফিস সহকারী কাম হিসাব সহকারী মো. কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে ছাত্রীকে যৌন হয়রানি ও লম্পট অফিস সহকারী কামাল হোসেনকে মারধর করার ঘটনা তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৬ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দ্দেশ দেয়া হয়। কলেজ গভর্নিং বডির জরুরি সভায় বুধবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. শরীফ আহম্মেদ বলেন, ওই ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার পর বুধবার সন্ধ্যায় সভায় অফিস সহকারীকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন, এবছরের একাদশ শ্রেনীতে ভর্তি হওয়ার জন্য তিনি (ছাত্রী) অনলাইন আবেদনে একমাত্র মাহিলাড়া ডিগ্রি কলেজ পছন্দের তালিকায় দেন। কিন্তু জিপিএ কম থাকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়বারের ভর্তি ফলাফলে তার নাম চূড়ান্ত ফলাফলে আসেনি। এ বিষয়ে ২০ জুন মঙ্গলবার দুপুরে কলেজে গিয়ে প্রথমে অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদের সাথে ভর্তির জন্য আলাপ করেন। অধ্যক্ষ ফিরোজ ফোরকান বিষয়টি নিয়ে অফিস সহকারী কামাল হোসেনের সাথে যোগাযোগ করতে বলেন। এরপর কামালের কাছে গিয়ে ভর্তির বিষয়ে কথা বলতে গেলে ওইদিন বিকাল ৩টার দিকে কামাল তাকে (ছাত্রী) কলেজের দ্বিতীয় তলার নির্জন রুমে নিয়ে যায় এবং ভর্তি হওয়ার শর্ত হিসেবে কামালকে চুমো দেওয়ার কথা বলে। এক পর্যায়ে কামালকে সে (ছাত্রী) রমজানের পবিত্রতা রক্ষার কথা বললে কামাল তাকে (ছাত্রী) উদ্দেশ্যে করে বলে হুজুর হইছো কিছু বুঝনা ভর্তি হতে হলে চুমো দেয়া লাগবে। অফিস সহকারীর মুখ থেকে দ্বিতীয়বার একথা শোনার পর সে (ছাত্রী) কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। এরপর ছাত্রী বিষয়টি তার পরিবারের কাছে বিস্তারিত ঘটনা খুলে বললে ওইদিন রাতেই স্থানীয় প্রশাসন, কলেজ অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষককে মৌখিক ভাবে জানানো হয়।

যৌন হয়রানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে কলেজের অফিস সহকারী কাম হিসাব সহকারী মো. কামাল হোসেন জানান, অনলাইনে ভর্তির তালিকায় ওই ছাত্রীর নাম না থাকায় তাকে ভর্তি করা সম্ভব হয়নি। গত ২০ জুন সারাদিন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রচন্ড ভিড় থাকায় তিনি (কামাল) সার্বক্ষনিক রুমের মধ্যেই অন্য সব কর্মচারীদের সাথে কাজ করেছেন।
ওই ছাত্রীকে ভর্তি না করায় বহিরাগত ৬/৭ জন যুবক গত ২১ জুন বেলা ১১টার দিকে অফিস কক্ষে ঢুকে তাকে (কামালকে) বেদম পিটিয়ে আহত করে। ওইদিন থেকে ১ জুলাই পর্যন্ত তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। তাকে মারপিটের দায় এড়ানোর জন্য ছাত্রীকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা যৌণ হয়রানির অভিযোগ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন কামাল হোসেন।


ঢাকা, ০৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ