Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববি ছাত্রলীগ কর্মীকে মারধর: মহাসড়ক অবরোধ, গ্রেফতার ১

প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০০:২০

মহাসড়ক অবরোধ

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের সাথে মহানগর ছাত্রলীগের কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন সিকদার নামে একজনকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

শহরের জেলা স্কুলের সামনে সোমবার (১৫ মে) এই মারামারির ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা, এর এক ঘন্টা পরেই সাড়ে বারোটায় প্রশাসনের আশ্বাসে, ২৪ ঘন্টার আলটিমেটামে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ওসি আনোয়ার হোসেন ক্যাম্পাসলাইভকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে গতকাল রাতে মারামারির ঘটনায় মামলার ভিত্তিতে আমরা সুমন সিকদার নামের একজনকে আটক করেছি। উক্ত ঘটনায় পাঁচ জনের নামে মামলা হয়েছে, মামলার নম্বর ৩৭।

ঘটনা সূত্রে জানা যায়, বরিশাল শহরের জেলা স্কুলের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মহানগর ছাত্রলীগের কর্মীদের সাথে, পরে মারামারির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী ছাত্রলীগ নেতা অমিত হাসান ওরফে রক্তিম ও মায়িদুর রহমান ওরফে বাকি মারামারির ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে অতর্কিত হামলা চালায় মহানগর ছাত্রলীগের সুমন, রিয়াজনহ ২০-২৫ জন নেতাকর্মী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতৃত্বে থাকা অমিত হাসাম ওরফে রক্তিম ক্যাম্পাসলাইভকে জানান, গতকালকে সদরে জেলা স্কুলের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপরে কিছু সন্ত্রাসী হামলা করেন। উক্ত ঘটনা জেনে আমরা ঘটনাস্থলে গেলে আমাদের উপরেও হামলা করেন। তারপরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রলীগ কর্মীরা মহাসড়ক অবরোধ করেন। এই ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। প্রশাসন জানিয়েছে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।"

তিনি আরও বলেন, উক্ত হামলায় আমাদের ৭-৮ জন কর্মী আহত হয়। পরে তাদের গতকাল রাতে শেরে বাংলা মেডিকেলে ভর্তি করানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম ক্যাম্পাসলাইভকে জানান, "গতকাল রাতে জেলা স্কুলের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে একটি সমস্যা হয় উক্ত ঘটনায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।"

ঢাকা, ১৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ