
ববি লাইভ: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৪টি আবাসিক হলে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ মার্চ) বিকাল পাঁচটায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে৷ বিশেষ এই খাবারের শিক্ষার্থীপ্রতি বাজেট ২১২টাকা নির্ধারণ করা হয়েছে৷
শিক্ষার্থীরা হল থেকে আইডিকার্ডের মাধ্যমে বিনামূল্যে টোকেন সংগ্রহ করে খাবার নিতে পারবে। খাবার হিসেবে দেওয়া হবে রোস্ট,পোলাও, ডিম, কোক ও ফিরনি। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলের প্রভোস্টদ্বয়।
শেরে বাংলা হলের প্রভোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আবু জাফর মিয়া ক্যাম্পাসলাইভকে বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারো স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। সাধারণত দুপুরের খাবার দেওয়া হয় । এবার রমজানের কারণে সন্ধ্যায় খাবার দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ক্যাম্পাসলাইভকে বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে হলগুলোর তত্ত্বাবধানে আবাসিক শিক্ষার্থীদের মানসম্মত খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
ঢাকা, ২৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম) //এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: