
ববি লাইভ: পবিত্র রমজান মাসের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অফিসের সময় পুনঃনির্ধারন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে৷
বুধবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহউদ্দিন গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,পবিত্র মাহে রমজানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দুপুর দেড়টা থেকে পৌনে দুইটা পর্যন্ত বিরতি থাকবে। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবার বহাল থাকবে।
ঢাকা, ২২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: