teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৫শে মার্চ ২০২৩, ১১ই চৈত্র ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

ববিতে ইংরেজী বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩, ২২:০৩

ববিতে ইংরেজী বিভাগের আয়োজনে সেমিনার

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের আয়োজনে সাহিত্যে আধুনিকতা ও উত্তরাধুনিকতাবাদ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ মনজরুল ইসলাম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে সাহিত্যে আধুনিকতা ও উত্তরাধুনিকতাবাদ" বিষয়ের নানা দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন। ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও এসোসিয়েট প্রফেসর ইয়াসিফ আহমদ ফয়সলের সঞ্চালনায় সেমিনারে ইংরেজি বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ঢাকা, ৩১ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ