Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৪ঠা অক্টোবর ২০২৩, ১৯শে আশ্বিন ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ববিতে বিক্ষোভ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৫৩

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ববিতে বিক্ষোভ

ববি লাইভ: সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৩১জানুয়ারী) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল গেট প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। এসময়ে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মূল গেট সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

মানববন্ধনে বক্তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যেক বছর কোন না কোন জায়গায় পবিত্র কোরআনের অবমাননা হচ্ছে। এভাবে বারবার মুসলমানদের ভাবমূর্তিতে কেন তারা আঘাত হানছে? আমরা বিশ্বের মুসলমানদের উপর সকল নির্যাতনের ঘটনা, নবী (স:) এর অবমাননা এবং পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ভোলা রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে প্রদক্ষিণ করে মূল গেটে এসে শেষ হয়। মিছিল শেষে সুইডেন ও নেদারল্যান্ডের পতাকা আগুনে পোড়ানো হয়।

 

ঢাকা, ৩১ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ