
ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে ৯ম ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে তিনটি ইউনিটে ৩৭৭টি আসনের বিপরীতে এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এ তথ্য জানিয়েছেন।
রাহাত হোসেন ফয়সাল বলেন, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে তিনটি ইউনিট মিলিয়ে আরো ৩৭৭টি আসন খালি রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ২৭৪টি, মানবিক অনুষদে ৬৮টি এবং ব্যবসায় প্রশাসন অনুষদে ৩৫টি আসন ফাঁকা রয়েছে। এ ফাঁকা আসন পূরণ করতে আগামী ৩০-৩১ জানুয়ারি পর্যন্ত মনোনীত শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এটি ফাস্ট ওপেন কল- এর দ্বিতীয় তালিকা।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি (২০২১-২০২২) স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন জানিয়েছেন।
ঢাকা, ৩০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: