
পবিপ্রবি লাইভ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) দিনব্যাপী আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ জানুয়ারী) পবিপ্রবিতে ২টি ধাপে দিনব্যাপী আয়োজনে "বাণী অর্চনা" অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ধাপে পবিপ্রবির কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে পবিপ্রবির ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত "বাণী অর্চনা’র শুভ উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, প্রফেসর ড. গোপাল সাহা, এসোসিয়েট প্রফেসর সুজন কান্তি মালি, এসোসিয়েট প্রফেসর ড. প্রিয়াংকা হাওলাদার, এসোসিয়েট প্রফেসর লিটন চন্দ্র সেন, এসোসিয়েট প্রফেসর সুপ্রকাশ চাকমা, এসোসিয়েট প্রফেসর নিউটন সাহা, পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় ধাপে সন্ধ্যা সাড়ে ৫টা এ পবিপ্রবির বরিশালের বাবুগঞ্জে অবস্থিত ক্যাম্পাসের মন্দিরে "বাণী অর্চনা" অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘ধর্ম আমাদের কখনো উগ্রতা শিক্ষা দেয় না।আমাদের সকলের অসাম্প্রদায়িক চেতনা লালন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন,বিদ্যার দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করি বিদ্যা, জ্ঞান সর্বত্র ছড়িয়ে পড়ুক সর্বত্র।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে মন্দিরের সংস্কার হয় নাই, আমরা দ্রুত সংস্কারের ব্যবস্থা করবো।পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন,অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে জাতির পিতা বদ্ধপরিকর ছিলেন আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো।’
ঢাকা, ২৬ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জে এন/এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: