
ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ১৪ দিন। ছুটি শুরু আগামীকাল ২০ ডিসেম্বর। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মহসিন উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, শীতকালীন ছুটিতে আগামী ২০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোট ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৫ডিসেম্বর (রবিবার) থেকে ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৫ দিন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত বছর শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের গতিশীলতা রক্ষা এবং সেশনজট নিরসন করতে পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ।
ঢাকা, ১৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: