
ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল (১৮ ডিসেম্বর)।
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে আগামীকাল রবিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সকাল ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া প্রদর্শনীটির উদ্বোধন করবেন। মুক্তিযুদ্ধের দলিলপত্র, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে নবম সেক্টরসহ মুক্তিযুদ্ধের তথ্যসমৃদ্ধ চিত্র প্রদর্শিত হবে।
ঢাকা, ১৭ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: