Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববিতে “হারিয়ে যাওয়া ঢাকাইয়া মসলিন” শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১৬ ডিসেম্বার ২০২২, ০৯:৩৫

ববিতে “হারিয়ে যাওয়া ঢাকাইয়া মসলিন” শীর্ষক সেমিনার

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে “হারিয়ে যাওয়া ঢাকাইয়া মসলিন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এম মনজুর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস।

সেমিনারে বক্তারা হারিয়ে যাওয়া ঢাকাইয়া মসলিন ঐতিহ্যের নানান দিক নিয়ে আলোচনা করেন। বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার।

ঢাকা, ১৫ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএল


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ