Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রদর্শন প্রতিযোগিতা

প্রকাশিত: ১৬ ডিসেম্বার ২০২২, ০৪:৪০

দেয়ালিকা প্রদর্শন

ববি লাইভ: মহান বিজয় দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দেয়ালিকা প্রদর্শন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে ৷ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
দেয়ালিকা

উদ্বোধন ও দেয়ালিকা প্রদর্শনী শেষে উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা দেখে আমি আবেগে আপ্লুত হয়েছি। আমি আশাবাদী হয়েছি এই শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অবদান রাখবে ৷ শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানার ও উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মূলত এই আয়োজন ৷
দেয়ালিকা

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. বদরুজ্জামানা ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়াজনে মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে ৷ আগামীতে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে তার প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে৷
দেয়ালিকা

ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় অনুষ্ঠিত দেয়ালিকা প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ অংশগ্রহণ করে।
দেয়ালিকা

দেয়ালিকার বিষয়বস্তু ছিলো বঙ্গ থেকে বাংলাদেশ: বাঙালির হাজার বছরের সংগ্রামের ইতিহাস, ভাষা-আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ৫০(পঞ্চাশ) বছর (সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতি), রূপকল্প-২১ (ডিজিটাল বাংলাদেশ) ও রূপকল্প- ৪১ ৷

ঢাকা, ১৫ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ