
ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বৃহত্তর বরিশাল অঞ্চল পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল দিনব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
বরিশাল অঞ্চলের ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের এ পর্বে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী মো. সাইদুর রহমান আরিফ। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির একই বিভাগের আরো তিনজন শিক্ষার্থী সেরা ১০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন।
এ উপলক্ষে গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের জীবনান্দদাস কনফারেন্স হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক এবং ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চলের আহবায়ক চিন্ময়ী পোদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শওকত আলী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল হাকিম খান।
প্রসঙ্গত, এ অলিম্পিয়াডের সেরা ১০ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় এবং পরবর্তীতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন।
ঢাকা, ০৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএইচ//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: