Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববিতে স্নাতক প্রথমবর্ষের মেধাতালিকা প্রকাশ

প্রকাশিত: ৫ নভেম্বার ২০২২, ০০:৪৪

বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। https://admission.bu.ac.bd ওয়েবসাইট থেকে এই ফলাফল দেখা যাবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এ তথ্য জানিয়েছেন৷

তিনি বলেন, এখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে মেধা তালিকার ফলাফল পাওয়া যাবে৷ তাছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে জিএসটির ওয়েবসাইটে সকল বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা একত্রে জানা যাবে আগামী ৭ তারিখ।

জানা যায়, ১ম মেধা তালিকায় 'ক' ইউনিটে প্রথম হয়েছে সুমাইয়া আক্তার যার গুচ্ছের মার্ক ৮০.৫। মানবিক 'খ' ইউনিটে প্রথম হয়েছে মো. আশিকুজ্জামান সৈকত যার মার্ক ৭১.২৫। গুচ্ছের ভর্তি পরীক্ষায় মার্কের উপর ভিত্তি করে এ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে ৷

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি নেওয়া হবে। গতবছরের তুলনায় ৫০টি আসন বৃদ্ধি করে মোট ১ হাজার ৪৯০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ২৯ হাজার ৩১৬ জন৷ এবার প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ২০ জন৷

ঢাকা, ০৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএইচ//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ