Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববিতে সিএ ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বার ২০২২, ০৬:২১

ববিতে সিএ ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিএ (চাটার্ড একাউন্টেন্ড) ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও আইসিএবির যৌথ আয়োজনে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবির প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এফসিএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ এবং আইসিএবির ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক এফসিএ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান রাকিবুল ইসলাম।

সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইসিএবির সিইও সুভাশীষ বোস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল, সহকারী অধ্যাপক ড. প্রবীর কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক আবদুল আলিম বছিরসহ অন্যান্যরা। সেমিনারে বক্তারা সিএ (চাটার্ড একাউন্টেন্ড) ক্যারিয়ার বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করে শিক্ষার্থীদের এ বিষয়ের উপর উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফাহিমা আকার।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেডআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ