Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১০ই ডিসেম্বর ২০২৩, ২৬শে অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ভলিবলে অংশগ্রহণের বাজেট নেই ববির

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার ২০২২, ০৫:৪০

ভলিবলে অংশগ্রহণের বাজেট নেই ববির

ববি লাইভ: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২ এ ভলিবল টিমের অংশগ্রহনে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা অফিস থেকে পর্যাপ্ত বাজেট নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের ৷

জানা যায়, এ টুর্ণামেন্টে ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেট বল, সাতার সহ ১১ ধরণের খেলায় অংশগ্রহণের সুযোগ থাকলেও বাজেটের স্বল্পতা ও আবাসন সংকট দেখিয়ে মাত্র ৩ টি(ফুটবল,ব্যাডমিন্টন ও ভলিবল) খেলায় অংশগ্রহণের জন্য দল পাঠানোর সিদ্ধান্ত থাকলেও ভলিবলে দল পাঠাবে না বরিশাল বিশ্ববিদ্যালয় ৷

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা ৷ শিক্ষার্থীদের অভিযোগ, আগামী ২৪ শে সেপ্টেম্বর ভলিবল টুর্ণামেন্টের উদ্ধোধনী খেলায় তিতুমীর কলেজের মুখোমুখি হয়ে টুর্ণামেন্টে অংশ গ্রহণ করার কথা থাকলেও সেটা অংশগ্রহণ করা হবে না বলে জানায় শারিরীক শিক্ষা অফিসের পরিচালক রিফাত মাহমুদ ৷ কিন্তু ভলিবল টিমে কেন দল পাঠাবে না সেটার সুনির্দিষ্ট কোন কারণ দেখাতে পারেননি তিনি ৷

নাম প্রকাশে অনিচ্ছুক ভলিবল টিমের খেলোয়াড় ক্যাম্পাসলাইভকে বলেন, বঙ্গবন্ধুর নামে টুর্ণামেন্ট হবে আর আমরা অংশগ্রহন করবো না এটা হতে পারে না। আমরা সব সময় ভলিবল টুর্ণামেন্টে কৃতিত্ব দেখিয়েছি। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অংশগ্রহণের সু্যোগ দিতে চায় না। এ টুর্ণামেন্টে যদি আমাদের অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে বলে আমি মনে করি৷

ভলিবল টিমের সহ-অধিনায়ক আলী আরমান ক্যাম্পাসলাইভকে বলেন , ভলিবল খেলার সকল ফিক্সার এবং প্রস্তুতি শেষ হওয়ার পরও খেলা শুরুর ১ সপ্তাহ আগে আমাদেরকে টুর্ণামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না ৷ আর্থিক সংকটের কারণে মূলত এমনটি ঘটেছে এবং এই সঙ্কটকে বার বার সামনে আনা হচ্ছে ৷ আমাদের ভিসি স্যার ও ট্রেজারার স্যার খেলাধুলার প্রতি আন্তরিক ৷ ওনাদের কাছে আমাদের আহবান থাকবে যেন আমাদেরকে উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ করে দেন৷

এ বিষয়ে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক রিফাত মাহমুদের সাথে যোগাযোগ করলে আর্থিক সঙ্কটের বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেন, তিনি বলেন, মূলত অতি বৃষ্টির কারণে খেলোয়াড়রা ঠিকমতো প্রাকটিস করতে পারে নি ৷ যার জন্য এই টুর্ণামেন্টে তাদেরকে পাঠানো হবে না ৷

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ক্যাম্পাসলাইভকে বলেন, বিষয়টি আমার জানা নেই ৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ক্যাম্পাসলাইভকে বলেন, বিষয়টি নিয়ে আমি শারীরিক শিক্ষা অফিসের পরিচালকের সাথে কথা বলবো ৷

উল্লেখ্য, এবছর বরিশাল জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ভলিবল টুর্নামেন্টে বরিশাল বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয় এবং গতবছর আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে বরিশাল বিশ্ববিদ্যালয় কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করে ৷

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেডআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ