teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২, ২৫ অগ্রহায়ণ ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

ববির শেখ হাসিনা হলে সাপ, দুই শিক্ষার্থী অজ্ঞান

Azhar Mahmud | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৬

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৬

ববির শেখ হাসিনা হলে সাপ, দুই শিক্ষার্থী অজ্ঞান

ববি লাইভ: আবাসিক হলের ভিতরে সাপ দেখে আতঙ্কিত হয়ে জ্ঞান হারান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের দুই শিক্ষার্থী ৷জানা যায়,আজ দুপুর ১ টায় শেখ হাসিনা হলের মেইন গেট দিয়ে একটি সাপ প্রবেশ করে ৷১০০৩ নং কক্ষে প্রবেশের পর আইন অনুষদের এক শিক্ষার্থী(নুপুর) ছদ্মনাম টেবিলে পড়াশুনা করছিলো, এমতাঅবস্থায় সাপটি তার পায়ের নিচ দিয়ে তার চৌকির নিচে ঢুকে পড়ে ৷ পরক্ষণে সাপের এমন উপস্থিতে ঐ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে ৷

আরও জানা যায় সাপটি গুই সাপ ৷ মিনিট ছয়ের বেশি সময় সাপটি ঐ কক্ষে অবস্থান করে,পরে হলের সিকিউরিটি গার্ডের চেষ্টায় সাপটি কক্ষের বাহিরে চলে যায় ৷

সাপটি বের হওয়ার কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থী ভয়ে অজ্ঞান হয়ে পড়েন ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ৷

হলের নিচতলার শিক্ষার্থীরা জানান, গত দুইমাস আগেও জাত সাপ(কেউটে) হলের নিচতলার মেঝেতে পাওয়া যায় ৷ হলের প্রভোস্টকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নি ৷ শিক্ষার্থীরা আরও জানান, গত তিন মাস আগে এই জাতীয় সাপ নিচতলার বাথরুমের প্রবেশ করে, তখনও হল কর্তৃপক্ষকে জানানো হয় ৷ তারপরও কোন ব্যবস্থা নেইনি হল প্রশাসন।এমন অভিযোগ শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীদের ৷

এছাড়াও গত ১৭ই জানুয়ারী শেখ হাসিনা হলের নিচ তলায় চোর প্রবেশ করে এবং বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে যায় ৷ হলের আশে পাশে অনেক ঝোপঝাড় যেটা ঠিকমতো পরিষ্কার করা হয় না ৷

এ বিষয়ে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক মার্জিয়া নমী ক্যাম্পাসলাইভকে জানান, আজকের সাপের প্রবেশে ঘটনাটা আমি শুনেছি এবং তাদের খোঁজ খবর নিয়েছি ৷

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট রেহেনা পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি ৷

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড.মো. ছাদেকুল আরেফিন ক্যাম্পাসলাইভকে বলেন, হলের আশেপাশে পরিষ্কার পরিছন্নের কাজ চলমান ৷ এছাড়াও প্রত্যেক হলের আশেপাশে কার্বলিক এসিডের ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে ৷

ঢাকা, ১০ সেপ্টেম্বর(ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন: