Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৭:০০

 কর্মচারী ফেডারেশনের মানবন্ধন

ববি লাইভ: ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদ (গ্রেড ১১-২০)। আজ বুধবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে তারা মানববন্ধন করেছেন।

মো.আরিফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ পরিষদ(গ্রেড-১১-১৬) এর সাধারণ সম্পাদক মোঃ রোকনউজ্জামান, সভাপতি শাহজাদা খান এবং গ্রেড ১৭-২০ এর সভাপতি শেখ ফরিদুল ইসলাম ও ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সহ অন্যান্যরা।

এসময় বক্তারা ইউজিসির প্রকাশিত নীতিমালার বিরোধিতা করে অভিন্ন নীতিমালা প্রকাশের আহবান জানায়। তারা মনে করে, ইউজিসির প্রকাশিত নীতিমালা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সংগঠন বাংলাদেশ আন্তঃ কর্মচারী ফেডারেশন (বাআবিফ) এর সাথে কোনো ধরনের আলোচনা না করে নথি তৈরি করেছে যা হাস্যকর বলে দাবি করেছেন।

এ সময় তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ পদন্নোতি এবং পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালা প্রকাশসহ ১১ দফা ১১ দফা দাবি উপস্থাপন করেন এবং দ্রুত এই আইন সংশোধনের জন্য আহ্বান রাখেন।

ঢাকা, ২৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ