Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাসে ববি শিক্ষার্থীকে মারধর, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ২৯ মে ২০২২, ০৬:৫৩

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) এক শিক্ষার্থীকে মারধরে অভিযোগ উঠেছে বরিশাল বাস মালিক সমিতির বিরূদ্ধে৷ উঠাকে কেন্দ্র করে এ মারধরের সূত্রপাত ঘটে। পরে শিক্ষার্থীরা এর প্রতিবাদে প্রায় ১ ঘণ্টা ঢাকা-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করে রাখেন।

শনিবার (২৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ফয়সাল শাহরিয়ার কে মারধর করে পরিবহন শ্রমিকেরা৷

প্রত‌্যক্ষদর্শী‌দের বরাতে তিনি জানান, দপদ‌পিয়া জি‌রো প‌য়ে‌ন্টে যাওয়ার জন‌্য ফয়সাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে থে‌কে এক‌টি বা‌সে ওঠার চেষ্টা ক‌রেন। গন্তব্যের দূরত্ব কম হওয়ায় ফয়সালের সঙ্গে বাসের স্টাফদের কথা-কাটাকাটি হয়। একপর্যা‌য়ে বা‌সের স্টাফরা ফয়সালকে মারধর ক‌রেন।

আহত ফয়সাল ব‌লেন, আমি জিরো পয়েন্টে যেতে বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম। কোথায় যাব জিজ্ঞাসা করলে বলি, যেখানে যাব সেখানে নামিয়ে দিলেই হবে। সঙ্গে সঙ্গেই বাসের স্টাফ কালামসহ সাত থে‌কে আটজন আমার ওপর চড়াও হয় আর গালাগাল করে। আমার জামার কলার ধরে কিলঘুষি মারে।

এরপরপরই শিক্ষার্থীরা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রেন। এ‌তে এক ঘণ্টা বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। প‌রে পু‌লি‌শের আশ্বা‌সে শিক্ষার্থীরা সড়ক থে‌কে স‌রে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন, বিষয়‌টি নি‌য়ে পুলিশ ও বাস মালিক সমিতির নেতা‌দের সঙ্গে আলোচনা করা হবে আগামীকাল৷

ব‌রিশাল বন্দর থানার ও‌সি আসাদুজ্জামান ব‌লেন, ভুল-বোঝাবু‌ঝি নি‌য়ে ঝা‌মেলাটা হ‌য়ে‌ছি‌ল।বাস মা‌লিক স‌মি‌তি ও বিশ্ব‌বিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা ব‌লে বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা চল‌ছে।

ঢাকা, ২৮ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ