Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রেমে প্রতারণা ও আত্নহত্যা রোধে ববিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৭ মে ২০২২, ০৩:১৫

ছবি: সংগৃহীত

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রেমে প্রতারণা এবং আত্নহত্যার প্রবণতা রোধে আইন প্রনয়নের জন্য বিক্ষোভ মিছিল করেছে সচেতন শিক্ষার্থীরা। "প্রেম করে প্রতারণা চলবে না, চলবে না" এই স্লোগানকে সামনে রেখে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এসময় ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মূল ফটকের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ববি পুরুষ উন্নয়নের সাধারণ সম্পাদক মো. মোত্তালেব হোসেন বলেন, প্রেমের নামে প্রতারণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অকালে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রেমে ব্যর্থ হয়ে আত্নহত্যার মতো পথ বেছে নিচ্ছে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি যে উদ্যোগ নিয়েছে আমরাও বরিশাল বিশ্ববিদ্যালয়ে তার বাস্তবায়ন চাই।

উল্লেখ্য, বিক্ষোভ মিছিল শেষে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় চির কুমার সংঘ ববি, ববি পুরুষ উন্নয়ন সংঘের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ