Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পাল্টে গেল ভিসির বয়ান!

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ১৮:২৫

পবিপ্রবি লাইভ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবির) শিক্ষার্থীদের অবরোধের মুখে ভিসি প্রফেসর ড. হারুনুর রশিদ তার বয়ান পাল্টে দিয়েছেন। প্রবেশন প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েনে ভিসি। অথচ মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা ওই দাবিতে আন্দোলন শুরু করলে তিনি বলেছিলেন শিক্ষার্থীদের ওই দাবি অযৌক্তিক। সেটা মেনে নেয়ার প্রশ্নই উঠে না। পরে শিক্ষার্থীরা ওই দাবিতে তীব্র আন্দোলন শুরু করলে ভিসি তার বয়ান থেকে সরে আসতে বাধ্য হন।

শিক্ষার্থীদের অবরোধের মুখে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছেন ভিসি প্রফেসর ড. হারুনুর রশিদ। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ ভিসি সাড়ে ১৭ ঘন্টা পর মুক্তি পান।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসি, প্রো-ভিসি, বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে রাত সাড়ে ৩টায় ভিসি লিখিতভাবে জানান শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হবে। এ অবস্থায় শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিভিন্ন অনুষদের ৭ম সেমিস্টারের শিক্ষার্থীদের ওপর আরোপিত প্রবেশন তুলে নেয়ার দাবিতে ক্লাশ বন্ধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকসহ সবকটি প্রবেশপথে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

শিক্ষার্থীদের এ আন্দোলন থামাতে গিয়ে ৫ শিক্ষক লাঞ্ছনার শিকার হয়েছেন। এছাড়া দুই ছাত্রীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীও লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।


ঢাকা, ২২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ