Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭, ০২:২৪


পবিপ্রবি লাইভ: দেশের ৩য় ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও ভেটেরিনারি মেডিসিন রিচার্স ল্যাবরেটরি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। শনিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাসে এটির উদ্বোধন করা হয়। 

উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর আওতায় অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত হলো এই দুইটি গবেষনাগার।


হাসপাতালের শুভ উদ্ভোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ এবং ভেটেরিনারি মেডিসিন রিচার্স ল্যাবরেটরি-এর শুভ উদ্ভোধন করেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।


উদ্ভোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ বলেন ,“বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান তৈরীর কারখানা, এখান থেকে উদ্ভাবিত জ্ঞান ছাত্র-ছাত্রীর মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পরবে। এতে প্রান্তিক খামারীরা উপকৃত হবেন”।

তিনি আশা প্রকাশ করেন হেকেপ- এর অর্থায়নে উপ-প্রকল্পে ক্রয়কৃত অত্যাধুনিক যন্ত্রপাতি নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে সহায়তা করবে এবং অধ্যায়নরত ছাত্র-ছাত্রী উপকৃত হবে।


উপ-প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ড. দিব্যেন্দু বিশ্বাস বলেন “হেকেপ-এর অর্থায়নে এটি বাংলাদেশের তৃতীয় অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ভেটেরিনারি টিচিং হাসপাতাল। এখন পর্যন্ত সম্পূর্ন বিনা খরচে এলাকার গবাদী প্রানিকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা বলেন, নতুন ভেটেরিনারি হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদেরকে আরো অভিজ্ঞ করে তুলবে”।  


এ সময় আরো উপস্থিত ছিলেন এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড.মো: রহুল আমিন, প্রফেসর ড.পূর্ণেন্দু বিশ্বাস ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


উল্লেখ্য, হেকেপ-এর অর্থায়নে ভেটেরিনারি টিচিং হাসপাতালে আছে ভ্রাম্যমান ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল এক্স রে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেসিন, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, প্রানিসমুহের রোগ জীবানু সনাক্তকরনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিসহ আরো অনেক কিছু। উপ-প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের ৩০ ডিসেম্বর শেষ হয়েছে।

 

পবিপ্রবি, ১৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ