Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববিতে স্বাধীন কাশ্মীরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ৯ আগষ্ট ২০১৯, ০৪:১৩

ববি লাইভ: ‘নো ইন্ডিয়া নো পাকিস্তান , ফ্রী কাশ্মীর’ এই স্লোগানে স্বাধীন কাশ্মীরের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-পটুয়াখালি মহাসড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা কাশ্মীরে ভারতীয় আগ্রাশনের প্রতিবাদ করে স্বাধীন কাশ্মীরের দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, আমরা কাশ্মীরকে ভারতের অংশও নয়, পাকিস্তানের অংশ চাই না। আমরা চাই কাশ্মীর স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক।

মানববন্ধনে সমাজবিজ্ঞানের শিক্ষার্থী আলীম সালেহী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন দুই শ্রেণীর মানুষ আছে। শাসক ও শোষিত। আমরা শোষিত নির্যাতিত মানুষের পক্ষে। কাশ্মীরে মানুষ আজ শোষিত। তাই আমরা আজ কাশ্মীরের স্বাধীনতার পক্ষে।

লোক প্রশাসন বিভাগে শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, মোদি সরকারের নির্বাচনী ইস্তেহারের ভেতরে কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ও ৩৫ অনুচ্ছেদ বাতিল এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলের মাধ্যমে আসামের বাঙ্গালী মুসলিমদের বাদ দেবার কথা উল্লেখ করেছিল।

Caption

 

এনআরসি বাতিল হলে এই ৪০ লাখ মুসলিম বাংলাদেশি হিসেবে বিবেচিত হবে। যা আমাদের জন্য হুমকি স্বরূপ। এসব বিবেচনায় আমরা কাশ্মীরের চেয়েও বেশি উদ্বিগ্ন। আমাদের ধর্মীয় সম্প্রতি রক্ষায় কাশ্মীরের সমাধান হওয়া দরকার।

আর এক শিক্ষার্থী তিমু মুজাহিদ বলেন, কাশ্মীরের সংকট শুধু কাশ্মীরের সংকটই নয়। এটা পুরো দক্ষিণ এশিয়ার সংকট। আজ কাশ্মীরের স্বাধীনতা অরক্ষিত হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর স্বাধীনতা অরক্ষিত হবে। তাই আমরা চাই কাশ্মীরে ভারতীয় আগ্রাসন বন্ধ হোক।

মানববন্ধনে আরো বক্তব্য দেন- মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম, আল আমীন, আবু বকর সিদ্দিক শোয়েব, বাহাউদ্দিন আবীরসহ প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ভোলা পটুয়াখালী সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়। এসময় তাঁরা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে ‘নো ইন্ডিয়া নো পাকিস্তান , ফ্রী কাশ্মীর ফ্রী কাশ্মীর, জাস্টিস জাস্টিস , দুনিয়ার মজলুম, এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যেটা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়, তা বিলোপ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

ঢাকা, ০৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ