Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ ডিসেম্বর

প্রকাশিত: ১১ অক্টোবার ২০১৮, ০২:৩৪

পবিপ্রবি লাইভ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তির সদস্য সচিব রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ ও ১১ ডিসেম্বরে ৩টি ইউনিটে ৮ টি অনুষদের ৯টি সাবজেক্টে মোট ৭৩০ টি (কোটা ব্যাতিত) আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিট ভিত্তিক সাবজেক্টগুলোর আসনসংখ্যা:

'এ' ইউনিট:
কৃষি অনুষদ- ২০০
ফিসারিজ অনুষদ- ৬০
অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ(বহিস্থ ক্যাম্পাস, বাবুগঞ্জ, বরিশাল)
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন- ৬০
অ্যানিমেল হাজবেন্ড্রেরি ( বিএইচসি)- ৬০
ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদ- ৬০
ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন- ৬০
নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদ- ৬০

'বি' ইউনিট:
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদ- ১০০

'সি' ইউনিট:
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ- ৭০

অনলাইনে আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর থেকে ২০ নভেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত (ছুটির দিন সহ ২৪ ঘণ্টা )

ভর্তি পরীক্ষার ফি:
প্রতিটি ইউনিটের জন্য আলাদা করে ৬৫০টাকা করে শিওরক্যাশ, বিকাশ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড: ০১ ডিসেম্বর – ০৫ ডিসেম্বর পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষা:
'এ' ইউনিট- ১০ ডিসেম্বর- সকাল ১১টা- ১২ টা
'বি' ইউনিট- ১১ ডিসেম্বর- সকাল ১১টা- ১২টা
'সি' ইউনিট- ১১ ডিসেম্বর- বিকাল ৩টা- ৪ টা

পরীক্ষার কেন্দ্র- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নির্ধারিত অন্যান্য স্থান

ফলাফল প্রকাশ: ১৪ ডিসেম্বরের মধ্যে জাতীয় পত্রিকা, বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.pstu.ac.bd/admission) প্রকাশ করা হবে।

অনুষদ পছন্দক্রম: ১৪-১৭ ডিসেম্বর

মেডিকেল চেকআপ মেধা তালিকা হতে ভর্তি: ১৮-১৯ ডিসেম্বর (সকাল ৯টা থেকে বিকাল ৫ টা অবধি) অটো মাইগ্রেশন ও শূন্য আসন তালিকা প্রকাশ: ২০-২২ ডিসেম্বর
অপেক্ষমান তালিকা হতে ভর্তি: ২৪ ডিসেম্বর (সকাল ৯টা থেকে বিকাল ৫ টা অবধি)

ক্লাস শুরু (ওরিয়েন্টেশনসহ): ১ জানুয়ারী, সকাল ১০ টা, বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম উল্লেখ্য যে, প্রতিটা ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ করে মার্ক কাটা হবে।

ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন: https://pstu.admission.online/bn/Home-Page

 


ঢাকা, ১০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ