Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

লিফহোপারের নতুন প্রজাতি শনাক্ত করলো পবিপ্রবির শিক্ষার্থী

প্রকাশিত: ২৪ মে ২০১৮, ০৪:১৫

পবিপ্রবি লাইভ: বাংলাদেশের শিক্ষার্থীরা মেধা ও সৃজনশীলতায় বিশ্বে অনন্য। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছে নতুন কিছু। এ দিক থেকে কোন অংশে পিছিয়ে নেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিতায় আম গাছের নতুন প্রজাতির দুইটি লিফহোপার শনাক্ত করেছেন পবিপ্রবি'র কীটতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: সাইফুল আলম।

মো: সাইফুল আলম এর আবিষ্কৃত নতুন প্রজাতির লিফহোপার দুইটি হল ইডিওস্কোপাস নাগপুরেনসিস '(Idioscopus nagpurensis)' ও ইডিওস্কোপাস নিটিডিলোস '(Idioscopus nitidulus)'।

এ বিষয়ে উক্ত শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই পোকা আমের মুকুল নষ্ট এবং আমের ৫০ ভাগ উৎপাদন কমায়, আমের ফলনের ক্ষতি করে, এছাড়া আমের বিভিন্ন রোগ এই পোকা মাধ্যমে বহন হয়।

তিনি আরো জানান, তার এই আবিষ্কার নিয়ে বিস্তারিত ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেটিভ রিসার্চ এ প্রবন্ধ প্রকাশ করা হয়েছে।

তার এ আবিষ্কার এর তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় এর কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ও দক্ষিণ এশিয়ার অন্যতম কীটতত্ত্ববিদ প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

 


ঢাকা, ২৩ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ