Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ আন্দোলন চলবে

প্রকাশিত: ১৫ মে ২০১৮, ০৬:০১

বরিশাল লাইভ : সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার রিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রী তনুশ্রী রায়, ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ রিজভী, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলাম এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বিথীনা এনাম প্রমুখ।

বক্তারা বলেন, কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রজ্ঞাপন জারির জন্য ৭ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা একমাস অপেক্ষা করার পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ফের তারা একই দাবিতে আন্দোলন শুরু করেছেন। যতদিন পর্যন্ত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন তারা।

ঢাকা, ১৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ