
ববি লাইভ: শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' ফুটবল বিশ্বকাপ ২০২২৷ ফুটবলের এ আনন্দকে আরেকধাপ বাড়িয়ে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে রম্য বিতর্ক। বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে ব্যতিক্রমী এই বিতর্কের বিষয় ছিল ‘এবারের কাপ আমরাই নিবো’। রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটির সভাপতি মো. রফিকুল ইসলাম ইয়ামিন এর সভাপতিত্বে বিতর্কে আর্জেন্টিনার সমর্থক হয়ে সুমাইয়া আফরোজ শ্রাবন্তী ও সিফাত খান, ব্রাজিল সমর্থক সিয়াম জামান ও লিয়ন শেখ, ফ্রান্স সমর্থক মো. ইব্রাহিম হোসেন স্বজন ও আবু বকর সিদ্দিক শোয়েব, জার্মানি সমর্থক আবদুল্লাহ আল মামুন ও আমিনুল ইসলাম আশিক বিতর্কে অংশগ্রহণ করেন। এসময় বিতার্কিকরা প্রত্যেকে তাদের দল বিশ্বকাপ শিরোপার দাবিদার এ নিয়ে নানা যুক্তিতর্ক উপস্থাপন করেন ৷
সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলাম ইয়ামিন বলেন, ফুটবল বিশ্বকাপ এর আমেজ এ ভাসছে পুরো বিশ্ব সেই আবেগ এ নতুন মাত্রা সংযোজন করতেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের মধ্যে ফুটবল নিয়ে যে উন্মাদনা, সেই উন্মাদনা কে সুশৃঙ্খল ভাবে বিতর্কের মাধ্যমে ও প্রকাশ করা যায় সেই বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সর্বোপরি সকলের ফুটবল বিশ্বকাপ আনন্দের হোক এই কামনা করি৷
ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএইচ//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: