আরব আমিরাতে আটকে পড়া ১২৭ বাংলাদেশী দেশে ফিরছে
Published: 2020-08-17 10:33:57 BdST, Updated: 2021-01-19 15:27:28 BdST

লাইভ ডেস্কঃ করোনাকালে স্থবির গোটা বিশ্ব। প্রাণঘাতি এই ভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকে পড়েছেন অসংখ্য বাংলাদেশি। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে আটকে পড়া ১২৭ বাংলাদেশিকে অবশেষে দেশে ফিরতে হচ্ছে।
আই সি এ রিপোর্ট এবং আনুষঙ্গিক কাগজপত্রে ত্রুটি থাকায় আবুধাবি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে গ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। সেই সঙ্গে, এসব যাত্রীকে তাদের বহনকারী সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে আবুধাবি থেকে দেশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।
বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর সময় সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি বলেন রোববার মধ্যরাত থেকে যাত্রীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
ঢাকা, ১৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড