বাংলাদেশের সঙ্গে ইতালির বিমান চলাচলে নিষেধাজ্ঞা
Published: 2020-07-07 18:26:11 BdST, Updated: 2021-01-18 13:21:17 BdST

লাইভ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিমান চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। ইতালিগামী বিমানে বাংলাদেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় মঙ্গলবার (৭ জুলাই) এ সিদ্ধান্ত নেয় ইতালি সরকার। কীভাবে ইতালিগামী বিমানে করোনা রোগী উঠল তা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয় নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
বাংলাদেশে প্রথম ৮ মার্চ করোনা শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। বাঙালির বর্ষবরণের দিনে আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম করে। এরপর থেকে সংক্রমণের হার দ্রুত বাড়তে শুরু করে। চার মাসে করোনায় আক্রান্তের সংখ্যা ফ্রান্সকে ছাড়িয়ে গেছে।
এদিকে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ হাজার ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫১ জনে।
ঢাকা, ০৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড