Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির আইন, আইআর ও আইবিএতে চান্স পাওয়ার টেকনিক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বার ২০১৭, ০৪:১৩

 

তৌফিক আহমেদ : পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্য অন্যতম সেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়। মতিহারের সবুজ চত্বরে অবস্থিত ৭৫৩ একরের বিশাল ক্যাম্পাসটি দেশের দ্বিতীয় সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়। এইচএসসি পাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের অনেকের স্বপ্ন থাকে এই ক্যাম্পাসে নিজেদের মেলে ধরার। চলতি ২০১৭-১৮ সেশনে ১ম বর্ষে ভর্তি যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইতিমধ্যে রাবিতে ভর্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ। যেখানে ৬৮ জন শিক্ষার্থী লড়াই করবে প্রতি সিটের বিপরীতে।

আর ওই ভর্তিযুদ্ধে সবার পছন্দের তালিকায় রয়েছে আইন, আইবিএ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এই বিভাগে চান্স পাওয়ার জন্য কিছু টেকনিক জানা প্রয়োজন। চলুন জেনে নেয়া যাক সেসব টেকনিক।

আইন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অাইন বিভাগ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্য অন্যতম সেরা। ওই বিভাগের (B Unit) সিট সংখ্যা ১৬০ টি। এই বিভাগে চান্স পেতে হলে যা করতে হবে :

- বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে। সাধারণ জ্ঞানের চেয়ে বাংলা ও ইংরেজিতে বেশি গুরুত্ব দিতে হবে।

- বাংলায় ৩০টি প্রশ্নের উত্তর দিতে হয়। তবে বাংলার জন্য প্রথম ও দ্বিতীয়পত্র পড়তে হবে সমান তালে। দুই পার্ট থেকেই গড়ে প্রশ্ন হয়ে থাকে। এজন্য এইচএসসির বাংলা সাহিত্য ও নবম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পড়তে হবে।

- আর সবচেয়ে বেশি যে বিষয়টি পড়তে হবে তা হলে ইংরেজি। কারণ, কোনবারই ইংরেজি থেকে হুবহু কমন পড়ে না। প্রতিবারই প্রশ্নের বিষয় পরিবর্তন হয়। এখানেও ৩০টি প্রশ্নের উত্তর দিতে হয়। ইংরেজি গ্রামারে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শব্দ ভাণ্ডার বাড়াতে হবে।

-পাশাপাশি আইকিউ টেস্টে জোর দিতে হবে। Master's publication থেকে প্রকাশিত আইন ভর্তির কিছু ছোট ছোট বই বের করে। ওসব পড়া যেতে পারে।

- আর লিখিত অংশে(১০) উত্তর করা বাধ্যতামূলক। এ অংশে বাংলা ও ইংরেজিত ৪+৪ বা ৮ পেতেই হবে। নইলে ফেল।

আন্তর্জাতিক সম্পর্ক :

বিশ্বায়নের এই যুগে কূটনীতি ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের বিষয়গুলা নিয়ে এই বিভাগ

-আন্তর্জাতিক সম্পর্ক বা International Relations (সংক্ষেপে IR). রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। এই বিভাগ মূলত ই ইউনিটের (E Unit) অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তে হলে এই ইউনিটের প্রথম সারির দিকে অবস্থান থাকতে হবে। এই বিভাগের সিট সংখ্যা ৪০ টি। এই বিভাগে পড়তে হলে:

- ইংরেজিতে (৪০ মার্কস) ভালো করতে হবে। ইংরেজি ভোকাবিউলারি ও বেসিক গ্রামার ভালো জানা থাকতে হবে। এজন্য Saifur's Vocabulary পড়া যেতে পারে। গ্রামারের জন্য Master's Grammar বই এর হেল্প নেয়া যেতে পারে। আর বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে।

-বাংলার (৩০ মার্কস) ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসির বাংলা সাহিত্য ও নবম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পড়লেই হবে।

- আইকিউ ও ছোট ছোট অংক থেকে প্রশ্ন আসে। এর জন্য বিসিএস এর মানসিক দক্ষতার বইগুলো পড়লেই চলবে। আর সাধারণ জ্ঞান নিয়ে টেনশন করা লাগবেনা, একদম বেসিক ও সাম্প্রতিক থেকে হয়।

আইবিএ :
এবছরই প্রথম ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএ'র পরীক্ষা আলাদা ইউনিটে (J Unit) ও আলাদাভাবে হবে। এই ইউনিটের সিটসংখ্যা ৫০ টি। আইবিএ তে চান্স পেতে হলে যা করতে হবে :

- ইংরেজিতে ৫০ নম্বর। ইংরেজির অধিকাংশ প্রশ্ন করা হবে ঢাবির আইবিএ ধাচের। তাই, Saifur's IBA (BBA) Question Bank এর ইংরেজি প্রশ্নগুলো সলভ করলে সুবিধা হবে। ভোকাবিউলারি টাইপ প্রশ্ন বেশি হবে। এর জন্য Saifur's Vocabulary বইটা ভাল। ইংরেজি গ্রামার এর জন্য Cliffs /Barron's TOEFL পড়া যেতে পারে।

-বাণিজ্য গ্রুপের হিসাববিজ্ঞান ও ব্যাবস্থাপনা বিষয়ের জন্য Abacus( UCC), Fundamentals of Business (Paragon) এই দুইটা বই পড়লেই হবে। আর অবাণিজ্যদের মানসিক দক্ষতা ও সাধারণ গনিতের জন্য Analytical Ability for BBA ( Joykoli) বইটা পড়তে পারেন।

ভর্তিচ্ছু ভাইবোনদের প্রতি রইল শুভকামনা। দেখা হবে ক্যাম্পাসে।


তৌফিক আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়


ঢাকা, ২৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ