Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্পেশাল কিছু টেকনিক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বার ২০১৭, ১৯:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছু টেকনিক জানা থাকলে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। চলুন জেনে নেয়া যাক কিছু স্পেশাল টেকনিক :

১) প্রথমেই বিগত বছরের প্রশ্ন বুঝে বুঝে সলভ করো " Climax " প্রশ্নব্যাংক থেকে
.
২) বেসিক স্ট্রং করো
.
৩) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ইউনিটেই বুদ্ধিমত্তা বা IQ থেকে প্রশ্ন করা হয়। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এই IQ অংশের জন্য ভালো মানের ছোট একটি IQ বই পড়লেই যথেষ্ট। সবচেয়ে ভালো IQ বই হলো " ছায়ামঞ্চ IQ SUMMIT "। গতবছর এই বই থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়েছে। এই " ছায়ামঞ্চ IQ SUMMIT " বইটি পড়লেই তোমার IQ এর প্রিপারেশান কমপ্লিট।
.
৪) যারা বিজ্ঞান বিভাগের ইউনিটগুলোতে পরীক্ষা দিবে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দাও মেইন বইয়ে। মেইন বইয়ের সকল খুঁটিনাটি ভালোভাবে আয়ত্ব কর।
.
৫) সকল ইউনিটের বাংলা ও ইংরেজির জন্য " ছায়ামঞ্চ বাংলা + English " বইটি সবচেয়ে ভালো। এটি ফলো করো।
.
৬) অনেকেই জানতে চাও কারেন্ট অ্যাফেয়ার্স কোন মাস থেকে পড়ব আর কিভাবে পড়ব? জুন ২০১৭ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সব পড়তে হয়না। শুধুমাত্র প্রথম ৯ পেইজ পড়লেই হবে। এখান থেকেই প্রশ্ন হয় সাধারণত।
.
৭) কখনোই হতাশ হবানা। নিজের উপর বিশ্বাস রাখ। বিশ্বাস রাখ সৃষ্টিকর্তার উপর। আর চেষ্টা করে যাও। তুমিই পারবে।
.
৮) নিয়মিত পড়। রেগুলারিটি মেইনটেইন করাটা খুবি জরুরি।
.
৯) একাধিক প্রশ্ন করা যাবে এমন টপিকগুলো ভালো করে পড়।
.
১০) ধর্মীয় কাজ কর। আল্লাহর ইবাদত কর। দেখবা মনে প্রশান্তি আসবে। পড়তেও ভালো লাগবে।
.
১১) যারা B, E, G ইউনিটে পরীক্ষা দেবে। তাদের বেশিরভাগই Math নিয়ে চিন্তিত। এই ৩ ইউনিটেই সাধারণ গণিত অর্থাৎ ক্লাস ৯-১০ এর Math থেকে প্রশ্ন করা হয়। তুমি যেই গ্রুপের স্টুডেন্টই হও না কেনো তোমাকে সাধারণ গণিতের উত্তর করতেই হবে। এটা নিয়ে অনেক স্টুডেন্ট চিন্তিত থাকে। এটা নিয়ে চিন্তিত না হয়ে " math Summit " বইটি থেকে Math প্র্যাকটিস কর। ছোট অথচ খুবই কার্যকরী একটি বই।
.
১২) E , F , G ইউনিটে সকল প্রশ্ন ইংরেজি ভার্সনে হওয়ায় E, F, G ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন ইংরেজি ভার্সনে হয়, C ইউনিটের আন্তর্জাতিক সম্পর্ক অংশের প্রশ্ন ও ইংলিশ ভার্সনে হয়। বাংলা ভার্সন সাধারণ জ্ঞান পড়ে এই ইউনিটগুলোতে ভালো করা খুবই কঠিন। তাই, ইংলিশ ভার্সনে রচিত সাধারণ জ্ঞান বই থেকেই প্রিপারেশান নিতে হবে। ইংলিশ ভার্সন সাধারণ জ্ঞান এর জন্য " English GK SUMMIT " ফলো করো।

এই পরামর্শগুলো ফল করতে পারলে জাবিতে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ


লেখক : সামিউল হোসেন ভুঁইয়া ,
ইংরেজি বিভাগ , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


ঢাকা, ২৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ