Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এন ইউ’র মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপ আবেদন ২৫ সেপ্টেম্বর

প্রকাশিত: ২২ সেপ্টেম্বার ২০১৭, ০১:২১

 

লাইভ প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। 

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির কার্যক্রমে এলএলবি প্রথম পর্ব/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ০২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে। 

যেসব প্রার্থী আবেদন করতে পারবেন ক. মেধা তালিকায় স্থান পাননি অথবা স্থান পেয়েও ভর্তি হননি খ. ভর্তি বাতিল করেছে  গ. যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সেসব শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। 

এছাড়া এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে।

 

ঢাকা, ২১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ