Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কিছু টেকনিক

প্রকাশিত: ২০ জুলাই ২০১৭, ১৮:১৪

সামিউল হোসেন ভূঁইয়া : সামনেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। চলছে প্রস্তুতি। সময় নষ্ট করার সুযোগ নেই। এখান থেকেই জীবনের ক্যারিয়ার অনেকটা ঠিক হয়ে যায়। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন এর উপর নির্ভর করছে তোমার ভবিষ্যৎ। মনে রাখা ভাল শুধু পড়াশোনা করলেই হবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কিছু টেকনিক অবলম্বন করা জরুরী। চল জেনে নেই কিছু টিপস। নিশ্চই তোমাদের কাজে লাগবে।

১) যা ই পড়বা মন দিয়ে পড়বা। মনোযোগ ছাড়া সারাদিন পড়ার টেবিলে বসে থাকার চেয়ে মন দিয়ে কিছুক্ষণ পড়াও বেটার!

২) বিগত বছরের প্রশ্ন বেশি বেশি সলভ করো।

৩) টার্গেট সেট করে পড়ো। আজকে কতটুকু পড়বা সেটা দিনের শুরুতেই ঠিক করে ফেলো।

৪) কখনোই হতাশ হবানা। নিজের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর। আর চেষ্টা করে যাও। তুমিই পারবে।

৫) তোমরা অনেকেই জানোনা যে বর্তমানে ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় IQ থেকে প্রশ্ন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় সকল ইউনিটে বুদ্ধিমত্তা বা IQ থেকে প্রশ্ন আসে। এছাড়া ও IBA DU, খুবি, রাবি, চবি, ইবি, কুবি, বেরোবি, JKKNIU, PSTU সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় IQ থেকে প্রশ্ন আসে।

তাই পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য IQ তে ভালো করাটা খুবই জরুরি। কিন্তু অনেকেই এটা না জানার কারণে IQ এর উপর ঠিকমত প্রিপারেশান নিতে পারেনা। তাই চান্স পাওয়া ও কঠিন হয়ে পড়ে। তাই যারা IQ এর উপর প্রিপারেশান নেয় তারা এমনিতেই একধাপ এগিয়ে যায়। IQ এর জন্য বেস্ট বই হলো " ছায়ামঞ্চ IQ SUMMIT "। এই বইটি ফলো করো।

ছবি : সামিউল হোসেন ভূঁইয়া

৬) যারা বিজ্ঞান বিভাগের ইউনিটগুলোতে পরীক্ষা দিবা তারা সবচেয়ে বেশি গুরুত্ব দাও মেইন বইয়ে। মেইন বইয়ের সকল খুটিনাটি ভালোভাবে আয়ত্ব করো।

৭) বাংলার জন্য ৯-১০ এর বাংলা ব্যাকরণ বোর্ড বইটির উপরে কোন বই নেই। এটিই বেস্ট। এটি ফলো করো কাজে লাগবে।

৮) ইংরেজির জন্য English For Competitive exams / Apex / English Bichitra তিনটার যেকোনো একটা ফলো করলেই হবে।

৯) নিয়মিত পড়ো। রেগুলারিটি মেইনটেইন করাটা খুবই জরুরি।

১০) ধর্মীয় কাজ করো। আল্লাহর ইবাদত করো। দেখবা মনে প্রশান্তি আসবে। পড়তেও ভালো লাগবে।

১১) অনেকেই জানতে চাও কারেন্ট অ্যাফেয়ার্স কোন মাস থেকে পড়বো আর কিভাবে পড়বো?
এপ্রিল মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সব পড়তে হয়না। শুধুমাত্র প্রথম ৮ পেইজ পড়লেই হবে। এখান থেকেই প্রশ্ন হয় সাধারণত।

এই টেকনিকগুলো বা পরামর্শগুলো ফলো করো। ইনশাআল্লাহ সফল হবা।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমাদের স্বাগতম...

 


লেখক : সামিউল হোসেন ভূঁইয়া।
Facilitator : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব


ঢাকা, ২০ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ