Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবি ভর্তি পরীক্ষা: দ্বিতীয় দিনে ভর্তিচ্ছু ৩৭ হাজার ৩১৮ জন

প্রকাশিত: ১৭ মে ২০২৩, ২৩:১২

চবি ভর্তি পরীক্ষা

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা গতকাল শুরু হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় দিনে দুই শিফটে মোট ভর্তিচ্ছু ৩৭ হাজার ৩১৮ জন। এবছর ‘এ’ ইউনিটের জন্য আবেদন করেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তি পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬২ জন।

গতকাল প্রথম দিন ‘এ’ ইউনিটের দুই শিফটের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন সাত হাজার ৬৬৯ ভর্তিচ্ছু, যা মোট আবেদন করা শিক্ষার্থীর ২০ দশমিক ৫৩ শতাংশ। প্রথম শিফটে পরীক্ষার্থী ছিলেন ১৮ হাজার ৬৬৭ জন। উপস্থিত ছিলেন ১৪ হাজার ৮২৭ জন। দ্বিতীয় শিফটে পরীক্ষার্থী ছিলেন ১৮ হাজার ৬৭৪ জন। উপস্থিত ছিলেন ১৪ হাজার ৮৪৫ জন।

বুধবার সকাল ও বিকেলে মিলে দুই শিফটে এ ইউনিটের অবশিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টায়।

নিয়ামানুযায়ী, শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে ভর্তি পরীক্ষার ১ ঘণ্টা ১৫ মিনিট আগে। এ বছর ভর্তি পরীক্ষা শুধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সর্বমোট ২ লাখ ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায়। আসন প্রতি লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় যাবতীয় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এ লক্ষ্যে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভর্তিচ্ছুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে পুলিশ সদস্যরা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাটহাজারী ও ক্যাম্পাসের অভ্যন্তরে কাজ করবেন তারা। এছাড়াও ফায়ার সার্ভিসের একটি ইউনিট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী, বিএনসিসি ও রোভার স্কাউট দলের সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

ঢাকা, ১৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ